“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

কৃষ্ণকে


.....চিরশ্রী দেবনাথ

 
(C)Image:ছবি














কৃষ্ণঠাকুর জন্মদিনের
শুভেচ্ছা নিও
প্রথমেই বলি ভক্তি টক্তি
আমার খুব একটা
আসে নাকো
তবু ঐ যে বলো না
মামেকং শরণং ব্রজ
তখন হৃদ যমুনা থরথর
এতো দম্ভ আর
কার আছে বলো
এজন্যই  ফেভারিট
কী আর করি
তোমার  যে অনেক
সখী, পত্নীও ষোলশত
আমার আবার
জাম্বোবতী নাম তার
তাকেই লাগে বেশি ভালো
সে সদাই একটু ব্যাকফুটে
অনার্য বলেই কি?
ব্যাসদেব তুমিও কি তাহলে....
যাই হোক,
কেমন সখা তুমি
এতো কৃষ্ণা
ডাকে তোমায়
নীরব কেন মূরলিধারী
অন্ধকার কুরুক্ষেত্রে
যেন অসহায় সারথি
তবু একটা কথা চুপি চুপি,
মহাভারত, ভাগবত
গীতা টীতা সব মিলিয়ে
তুমিই এখনো বেস্টসেলার,
জানো কি?
আচ্ছা যা বলছিলাম
যদা যদা হি ধর্মস্য,
সূর্যঘড়িতে চোখ রেখো
সময় হলে
আবার এসো .....

কোন মন্তব্য নেই: