“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

কবিতারা


।। চিরশ্রী দেবনাথ।।


(C)Image:ছবি






















কেউ আমার চেনা নয়
ফুল ও সংলগ্ন শিশির ফোঁটার মত
পরিচিত হওয়ার কোন ইচ্ছের উড়ান নেই,
সব অচেনা গন্ধ গায়ে মেখে বসে থাকি
অপ্রিয় সন্ধ্যা কাটানোর অজুহাত হয়ে।
এভাবে হবে না,
এই যে গুচ্ছ গুচ্ছ কথা বলছো কেবলি,
আসলে এসবই হলো ছিন্ন পাতার
ভেতর দিয়ে গলে পড়া
টুকরো টুকরো শুকনো মেঘ
তার ওপারেও পৃথিবী আছে
মৌনতা সেখানে ত্রাণের মতো
মুহূর্ত ও আলোকবর্ষ যেন কাছাকাছি
যত্তসব পুরোনো কথাবার্তা
বারান্দার রেলিং এ, ঝুমকো লতার টবে
জেগে উঠতে চায়,
তখন আমি সবাইকে চুপ করিয়ে দিই
বলি দেখো, এই অন্ধকারের মতো গভীর আলোতে
হেঁটে যাচ্ছে আমার প্রিয় কবিতারা ....

কোন মন্তব্য নেই: