“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

অনুছবি: তুমি আমি

মাদের বানানো একটি অনুছবি "তুমি আমি"।

কাহিনী,চিত্রনাট্য ও পরিচালনা - দেবায়ন তরফদার
আবহ- তাপস ধর
চিত্রায়ন- বার্নিক ধর
গান "প্রেম গেল না ছারি" লেখা, সুর ও সংগীত -দেবায়ন তরফদার

অভিনয়ে-
দীপশিখা ভট্টাচার্য
পুস্পিতা ঘোষ
দেবায়ন তরফদার
বার্নিক ধর
সুপ্রভা ঘোষ
সাগরনীল দাম
রাতুল মিশ্র

প্রযোজনায় - ইউ ডি বি এম ফিল্মস অ্যান্ড মিডিয়া আরটস।

ভালো মন্দ এখানেই এক ব্লগে দুই কথা লিখে জানালে, আমাদের ভাবনাকে সমৃদ্ধ করে...

কোন মন্তব্য নেই: