“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ধোঁয়া অবয়ব

চিরশ্রী দেবনাথ
.......................
(C)Image:ছবি















গাঙে গাঙে কে জল ভরে দিয়ে যায়,
বাউল হয়ে থাক সে , ভাসতে চায় যে।
এ মন ভাসন্ত নয়  .....ভূগর্ভের মতো,
নরম স্নিগ্ধ লাভা জমে জমে
নিবেদিত অন্ধকারে ঢাকা,
তীব্র আকর্ষণে আকাশের শেষ নক্ষত্রটিকেও তার চাই,

খটখটে নদীতীরে একতারা একলা গান গায়,
সুরে বেসুরে ভেসে আসা সব কথা তুলে রাখি,
আগুনবরন  শীতে সেইসব  শব্দেরা,
নেশাহীন, বাস্তব হয়ে ঘুরে বেড়ায় আমার চারপাশে ...
মহুয়ারাত আমার নয়,
লবঙ্গঝাঁঝ আমায় দিয়ে যায়  মশলাসুগন্ধ,
সব ধোঁয়া অবয়ব হবে,
একটু না হয় অপেক্ষা করি ......

কোন মন্তব্য নেই: