“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো ....তিন ..

।। .চিরশ্রী দেবনাথ ।।
(C)Image:ছবি













লাল রঙ বড় প্রিয় আমার
এ রঙের বসনে ব্যসনে খনিজ অন্ধকার
কণায় কণায় জৈব ফসিলের দূরাগত সময়
কেটে ছড়িয়ে রক্ত মেখে নেওয়া গুলাল নিশি
লজ্জা লজ্জা করে মেখে নিই বনস্পতি সাজ
নিকষ হয়ে ছেয়ে যাই  বসন্তে বসন্তে
আমার সব লাল নগ্নতার মতো বিশুদ্ধ
গন্ধস্বাদ, আবেগ মেশে না, মেশে না .....
জড়িয়ে ধরি  পলাশের বনে  বিরহী ভোর,
আমাকে আরক্তিম রাখো বসন্ত ...

কোন মন্তব্য নেই: