“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

বেলি ফুলের ঘ্রাণ


 ।। শৈলেন দাস।।
(C)Image:ছবি



















মার সাধ চিরদিনের
তোমার পাশে দাঁড়িয়ে ঘ্রাণ নিই  বেলি ফুলের।
কৈশোরের সরস্বতীপূজার দিনে
দল বেধে অঞ্জলি দিতে আসা তরুণীদের
বেণীতে বেলি ফুলের মালা দেখে
ভাল লাগার আবেশ তৈরি হত মনে
সুযোগ পেলেই দূর থেকে
আমি তাকিয়ে থাকতাম তাদের দিকে।
যৌবনে আবেশ বদলে গেল আবেগে
এবং তোমাকে দেখার পর টের পেলাম
অনুভূতি হতে লাগল অন্য ধরনের
মন ধাবিত হতে লাগল তোমার দিকে
কিন্তু নানা প্রতিবন্ধকতা
আমার কিছু অক্ষমতার কারণে
আমাকে দাঁড়িয়ে থাকতে হল দূরেই।
আজও সরস্বতীপূজার দিনে
দল বেঁধে অঞ্জলি দিতে আসা তরুণীদের
বেণীতে বেলি ফুলের মালা থাকে
কিন্তু তাকাতে পারিনা তোমার কারণে।

কোন মন্তব্য নেই: