“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো....এগারো

।। চিরশ্রী দেবনাথ।।
(C)Image:ছবি



















তো তীব্র এই বসন্তযাম!
গন্ধরাজ গ্লাসে উপচে পড়ে ক্ষরণ
আর কত,  আর আর ......
সব শৌখিন শব্দ, মুখোশ যাপন আসলে যন্ত্রনা
নিভে যেতে হবে, হয়তো কিছু সময়
সব মুকুল ঝরে ঝরে পরে যাক
জোৎস্নায় দেখি সারা পৃথিবী, ঘুমোক তারা ...
এই অশান্ত সময় আমাকে শুধু শব্দ কণা দিও ...

কোন মন্তব্য নেই: