“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

দুফোঁটা চোখের জল


।।শৈলেন দাস।।

(C)Image:ছবি



















হাজার বছরের প্রতীক্ষা
কত শীত গ্রীষ্ম কেটে গাছে অবহেলায়
চারপাশে শুধু গজিয়েছে
একগুচ্ছ আগাছা।
এমন দিনে দমকা হাওয়ায়
ঝরাপাতাগুলো সরে যখন যায়
তখন পেলাম সমাধিতে আমার
কোমল হাতের আলতো ছোঁয়া।
অস্পষ্টে শুধালাম ভেঙ্গে সন্ধ্যার নীরবতা
কে তুমি? চিত্রলেখা?
উত্তরে পেলাম শুধু
চোখের জল দুফোঁটা।

কোন মন্তব্য নেই: