“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

বসন্ত ধুলো .....শেষ

।। চিরশ্রী দেবনাথ ।।


(C)Image:ছবি

















মার আঙুল সমুদ্রবাহী
 পায়ের নখে জমে আছে রাশ রাশ সমুদ্রবালি
এতো দূর ঠেলে ঠেলেএসে দেখি
সব সংঘাত, আগেই লেখা হয়ে আছে
সন্ত্রাস, আধপোড়া মনুসংহিতা কিছু আত্মহত্যা,
কয়েকটি স্রোত থেমে গেছে
পুঁথি, পুরাণ আর মাদক হয়ে
ফিরে যাই তবে কোন পুরোনো বসন্তে
ছোট্ট একটু সন্ধ্যা আছে রুমালে
রংহীন, সাদা আলো ঢেলে দিই, ঢেলে দিই.. ...
আগুন রঙে ফুটতে থাকা সেকেন্ড,মিনিট,ঘণ্টা,দিন,সময়ে...

কোন মন্তব্য নেই: