“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৪ মে, ২০১৬

আমরা ভাল নেই, ভাল নই


 









।।শৈলেন দাস।।

তোমাদের আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা
বাকী যা আছে দেশ-বেশ-ভাষা
কেড়ে নেওয়ার চেষ্টা অব্যাহত আজও
একষট্টি ছিয়াশির পরও দমেনি উন্মাদ প্রাদেশিকতা।
এখন শুনছি বাতানুকূল রুমে
বসছে বিশাল আত্মঘাতী তারকার হাট
বিপণনের সামগ্রী উনিশের আবেগ
বিশ্বায়নে ভাসছে এই উপত্যকা!
আমরা ভাল নেই, ভাল নই
ভাল ভাবতে পারিনা কিছু
তোমরা কেমন আছো জানাইও
ক-ত-কা-শ-বী-সু-কু-স-হী-চ-সু

কোন মন্তব্য নেই: