“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৭ মে, ২০১৬

কথার ভার

কথার ভার
সুমিত্রা পাল

কিছু কথা উড়ে যায় হালকা মেঘের মত
নির্ভার, স্বচ্ছন্দ
কোন বক্তব্য রেখে যায়না।

কিছু কথা জলভরা মেঘের মত অবনত
দীর্ঘ আলাপচারিতার ক্ষণে ক্ষণে
ঝরে পড়তে চায় নিমগ্ন চৈতন্যের মাঝখানে।
দিয়ে যেতে চায় কিছু ইঙ্গিত
ফুল ফোটার,  ঋতু পরিবর্তনের
যে কথা হয়নি বলা
সেই কথা বলে ফেলার!

কিছু কথা রেখে যায় ভার
গোপন কথা গোপন রাখার।

   

কোন মন্তব্য নেই: