“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

বিভাজিত মেঘ/চিরশ্রী দেবনাথ

বিভাজিত মেঘ

.........................

দুজন সমকামী মেয়ের অর্ধেক আকাশ নেই

দেহতত্ত্বের অন্ন সুবাসে

তাদের শরীরে জারিত পূর্ণ আকাশ

এই ভূমিকায় একটি  গ্রহণ ছেয়ে যাবে

সে গ্রহণের দায় কোন সন্তানের নয়

ক্যাকটাসে যে ফুল ফুটে চল্লিশটি বছর পর

একমেয়ে অন্য মেয়ের চুলে গুঁজে দিয়েছে সেই গন্ধ

" বাহারো ফুল বরষাও "

বৃষ্টি জ্বলছে আঁধারে, ডুবছে পরিধি 

এখানে পতন হোক দিগন্তের

পাতাল ছুঁয়ে দেখুক কেউ কেউ ...

©চিরশ্রী

কোন মন্তব্য নেই: