“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

ভারত মাতার জয়

(সোজা মজুমদারের কবিতা। ভালো লাগল তাই তুলে দিলাম)
















কালো টাকা সাদা হয়,
......মাকে খুঁটোয় বাঁধা হয়,
প্রেমে সবাই রাধা হয়--
.....গুণ্ডা কিনা দাদা হয়,
জয়!"ভারত মাতার জয়!
ছেলেদের পূজা হয়,
.....মেয়েরা ত বোঝা হয়,
ধর্মের নামে সাজা হয়--
......অপরাধী রাজা হয়,
জয় "ভারত মাতার জয়!
বউয়ের কথায় নৃত্য হয়,
.........পিতা মাতা ভৃত্য হয়,
অভাগী "মা লাইনে রয়--
......ছেলে দেশের প্রধান হয়,
জয়! "ভারত মাতার জয়!
কৃষক সবাই ভুখা রয়,
......মালিয়ার ঋণ মুকুব হয়,
আবর্জনায় ডেংগু হয়--
.........পরিষেবা পঙ্গু হয় ,
জয়!"ভারত মাতার জয়!
ধর্ষকের হুম হয়,
.....প্রতিবাদী গুম হয়,
গরিব দেশে পাঁচশো কোটির--
........বিয়ের কিনা ধূম হয়,
জয়!"ভারত মাতার জয়!
কত মানুষ জবাই হয়,
.......পশু নিয়ে লড়াই হয়,
দেশ ডুবে ঋণের দায়ে--
.....মাতাল কিনা গোঁসাই হয়,
জয়!"ভারত মাতার জয়!
জনগণের অধিনায়কের জয়,
.......দ্বিধায় আছি জয় কিনা পরাজয়,
মৃত্যু যেথায় দুধ ভাত---
.......বেঁচে থাকাই সংশয়,
তবু ও জয়!"ভারত মাতার জয়!


কোন মন্তব্য নেই: