“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

আমি এখন-২১

।। পার্থ প্রতীম আচার্য।
 
(C)Image:ছবি











মাঝে মাঝে মনে হয় শরীরটাকে তুলে দিই কোন কসাইখানায়
চপার চিরে দেওয়া আমার হৃদয়টাকে দেখি
আসক্তিহীনতায় ।
মাঝে মাঝে মনে হয় কাছ থেকে দেখি
আমার তীব্র মৃত্যু যন্ত্রণা ,কাতরানো
কম্পন্ময়তায়।
বড় সহজে পাওয়া এ জীবন কে
মাঝে মাঝে মনে হয় পরখ করে দেখি
বেঁচে থাকা আর না থাকার
তফাত টা কোথায় ।

০১-১১-২০১৬

কোন মন্তব্য নেই: