“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

সময় যন্ত্র


















।। অর্পিতা আচার্য।।

লিফটে তিনজন
লিফট শূন্যতার দিকে
অজস্র স্মৃতির ঘর ছায়া ছায়া
সরে যাচ্ছে -যেন কেউ
সময় -যন্ত্র দিয়ে ঠেলে ঠেলে
নিয়ে যাচ্ছে সহস্র শতাব্দী
তীব্র কামনায় টেনে নিচ্ছে
বুকে, আর মুহূর্তেই ছিটকে দিচ্ছে
অতলের খাদে
গ্রহ থেকে গ্রহান্তর,
কুঁড়েঘর থেকে এক
প্রাসাদের দিকে
তিনজনে মিলেছি এসে
ক্রুর, রিক্ত সময়ের দরজা ভেঙ্গেচুরে
ছলনায় ভরা এক উৎসবের রাতে
এই পাশে আমি আর ওই পাশে তুমি
মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আজ সে !

কোন মন্তব্য নেই: