“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

আমি এখন-২৭

আমি এখন- ২৭




আমি এখন- ২৭

মিলন সোহাগে জড়িয়ে নাও মাধবিলতা
তোমার আলিঙ্গনে ক্ষতবিক্ষত আমাকে
চোখের নোনা জলে জ্বলতে দাও
শুধু জেনো এ জ্বলন
ঘুচিয়ে দেবে
মুহূর্তেরও বিস্মরন ।।


পার্থ প্রতিম আচার্য
৩/২/২০১৭

কোন মন্তব্য নেই: