“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২০ মার্চ, ২০১৭

সেই প্রেমই

(C)Image:ছবি


 
















 ।। অশোকানন্দ রায়বর্ধন।।


ন্টার সিটিতে চড়ে সবুজ খোঁজাখুঁজি
তিনসুকিয়ার তরুণীরা প্রেমের উল্লাসে বিহু নাচেন ৷
আত্মার সম্মেলনে মধ্যাহ্নভোজের পর স্নিগ্ধ
অলসতার ফাঁকে আপনি এলেন অরুণিমা কোঁয়র
আপনার কবিতার বই জুড়ে প্রেমের উড়াল
অবসন্ন অবসরে অপরিচিত সংলাপে যে বাঁধনের
গান আপনার মৃদুকন্ঠে
' প্রেম মিছা তো সবকিছু মিছা'
আপনার অসাম্প্রদায়িক সঙ্গীত
ব্রহ্মপুত্র-বরাক-গোমতীর স্রোতে ছড়াতেই কী
একান্তে আপনি আমার চলভাষ সংকেত নিলেন
আমাদের এ পর্যটন নিবিড় প্রেমের জন্যই
ছিল হে মেখলাময়ী, অহোমললনা ৷

কোন মন্তব্য নেই: