“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৮ মার্চ, ২০১৭

আর ইউ ভার্জিন?

।।   চিরশ্রী দেবনাথ ।।
.................
(C)Image:ছবি



















ফুলের মতো কোমল যোনি
নরম ঘাস, কচি ব্লেড!
সেলাই হবে,
ঝরবে রক্ত
শরীরে মাখানো সাদা রঙ
অনিশ্চিত মৃত্যুর প্রসাধন, অভ্রকুচির টিপ
কী যন্ত্রণা, মা!, মাগো?
বড়ো হবে, প্রতি মুহূর্তে কষ্ট যোনিদেশে
পাথরের মালায় ভীষণ যন্ত্রণার রজঃপাত
দীর্ঘতম ইনফেকশন কৈশোরের নীল পথে,
কিংবা  ফ্যাকাশে মৃত্যু
হলুদ বিবাহের রাতে
স্বীকৃত পুরুষ খুলবে সেলাই
সোনালী কুমারীত্ব, তোমারই শুধু!
চরাচরে পবিত্রতম নিষ্ঠুরতা,
কি বলো এশিয়া, ফ্রিকা, ইউরোপ!
কুড়ি কোটি ফিমেল জেনিটাল মিউটিলেশন এখনো?
যখন শুনলাম,
একটি বিশুদ্ধ গ্যালাক্সি
এবং সাতখানা পৃথিবী এই মহাকাশে...লুকিয়ে আছে অন্ধকারে
সেই থেকে বড়ো জানতে ইচ্ছে করে ,
তোমাদেরও কি নারী আছে,
আছে ভার্জিনতার পরীক্ষা এবং আন্তর্জাতিক নারী দিবস?

কোন মন্তব্য নেই: