“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ মার্চ, ২০১৭

* হোলি ২০১৭ *


।। নীলদীপ চক্রবর্তী।।


(C)Image:ছবি























মি তার সুদিনের বন্ধু
আমি তার রাষ্ট্র প্রেম গান
শাসকের উল্লাসিত সুরে
আহা দেশ! মায়ের সমান !



কালো হাত ভাঙা শিরদাঁড়া
কালো অর্থ যমুনা পুলিন
বেধড়ক মৃত্যু লিখে দাও
অহো রাষ্ট্র! তোমার অধীন !

পাঁজরের জিরজিরে হাড়ে
রাষ্ট্র মাখ বসন্ত আবির
আহ্লাদে জাফরান রং দিয়ে
বাহ দেশ, গড়ো নষ্ট নীড়!

কোন মন্তব্য নেই: