“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

কষ্ট

(C)Image:ছবি

 













।। রফিক উদ্দিন লস্কর ।।

ষ্টের আপন গেহে আমার এখন বসবাস,
বহুরূপী কষ্ট আছে আমার কাছে বারোমাস।
কষ্ট আমার বন্ধু হয়ে ছায়ার মতো পাশে,
বুকের মাঝে হাজার কষ্ট অশ্রু দেখে হাসে।
কেনো এলাম এই ভবে কষ্ট নেওয়ার জন্য!
কষ্ট তুমি কাছে এসে তোমার জীবন ধন্য।
সুখের বাড়ি তোমার বাড়ি অনেক যোজন দূর,
সুখের কাছে তুমি জয়ী গায়ে এমন জোর!
দুঃখ তোমার মনের মাঝে আছে কি এমন?
যার ফলেতে আমার সাথে এতোই আকর্ষণ।
চাষির সাথে খরায় বানে তোমার আসা যাওয়া,
কুঁড়েঘরে পরাণ কাঁপে আসলে ঝড়ো হাওয়া।
দেহের সাথে মনের সাথে তোমার আনাগোনা,
রোগব্যাধি বিরহ আর আর্তে যে যায় শুনা।
দুঃখ তুমি সুখ পাও আমরা যখন কাঁদি,
আমি পরাণটারে ধৈর্য দিয়ে শক্ত করে বাঁধি। 

 ১৩/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)



কোন মন্তব্য নেই: