“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

ধর্মের রক্ত

।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।
(C)Image:ছবি
















কিছু লাশের রক্ত ছিটিয়ে মন্দির থেকে মসজিদ জাল ছায়াগুলো
নিজ নিজ ধারণা সুখী করতে চায়
জগন্নাথ রাজত্বে কন্যার ধর্ষণে
উপভোগ্য দৃষ্টিপথ ভরিয়ে দেয়
মাংস আর পারফিউমে
আমরা ধর্মের ষাঁড় নিয়ে
খুঁজতে থাকি লিঙ্গের উত্তাপ

কোন মন্তব্য নেই: