“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

কহতব্য


।।  আবু আশফাক্ব চৌধুরী।
(C)Image:ছবি




















ড়িতের তার শূন্যে ঝুলছে
সহস্র তারার আগুন ভেতরে
কোন ফুলকি নেই -আলো নেই
অথচ হাজার ঘরে চলছে তারের খেলা

মাঝে মাঝে বাদুড় বা কাক
ঝুলে থাকে বেগতিক স্পর্শে
আগুন চমকায়
ঝরে পড়ে সহস্র ভল্টের উত্তাপ

আমার বুকের গহীনে এমনি একটা তার
ঝুলে থাকে... আঁধার খনি
শুধু আমি জানি আর....অকহতব্য।

কোন মন্তব্য নেই: