“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৮ জুন, ২০১৭

রূপনগরের দশভুজা

















।। মধুমিতা নাথ।।


মরদ ----
বহুত দিন বিতলো , বহুত কথা বুলবার ছিলস গ
তুহার জন্যি বেজান পিরিত জাগলো বটেক

ইত্ত বরস পার কইরে দিলুম
আভি ভি তুহারে নাহি চিনলুম রে
তু কত্ত বইলেছিলিস ----
মুই নাকি বেজান সোন্দর ছিলস
ডাঙর ছিলস
গতরে উথাল পাথাল মাতন ছিলস
আভি লে দেখ কিনে !
পুড়া কাঠ বইনে গেলুম গ ---- কাঠ !

তু ভি ত ইককালে জুয়ান মরদ ছিলস ---
বুকের ছাত্তি চিতায়ে
লুহার মতন ছক্ত হাতের শিরা ফুলাইয়ে
যখন কুড়াল চালাইতিস !
মুর তখন বাউলা বাতাসে আউলা পরান ...

ফির ইক ঝুলন দিনে
চাইর হাত ইকঠো হই গেলস গ
মাথার উপর খাজুর পাত্তির চালার ফাঁকে
পুনম চান্দা উঁকি দিলো
ঘরের দাওয়ায় সিয়াল ডাইকেছিলস --- হুক্কা হুয়া
মুই বেজান ডরাইছিলুম রে
তুহার বুকের নরম উমে মুখ লুকাইয়ে
চুক্ষের পানিতে ভাসাইছিলুম
তু সুহাগ ঢেইলে বইলেছিলিস ----

ডর নাহি পাইবিক
মুই আছি ন !

হাঁ , তু হামার সাল কাঠের খুঁটি ছিলস গ ,
ঘুমটা ফেলাইয়ে ছকল ডর ঝেইরে বইলেছিলুম ----
তু ভি চিন্তা নাহি করবিক
মুই আছি ন !

আভি লে দেখ ----
তু হাঁড়িয়া গিলে পইড়ে আছিস
মুর দুখ নাহি লাগে !
পুরাঠো দিন বাবুর বাগানে ঘাম ঝরাইলি
পুরাঠো মজুরি ভি নাহি মিললো
মুর দুখ নাহি লাগে !

মুই বাবুর বাড়ির ফরমাস খাটলুম
ইত্ত ইত্ত ভালোমন্দ খানা পকাইলুম
লেকিন মুর ঘরে চুলা নাহি জ্বললো রে ---
মুর দুখ নাহি লাগে !

তুহার মিয়া , নয় কেলাসে ফেল দিলো ,
ইত্ত কইরে বইলেছিলুম -----

বিটিয়া , থুরাটা পুঁথি ঔর পড় কিনে ,
নাহি সুনলো বটেক ----
আট সাল ইস্কুল গেলো , পুঁথি মিললো , খিচুড়ি মিললো ,
ডিরেস মিললো , টেকা মিললো ,
বছর বছর পাস ভি দিলো
গিলো বছর সাইকেল ভি মিললো
বড় দিদিমুনি মু'কে বুলাইয়ে জানান দিলো
লিখাপড়ায় হামদের বিটির লগান কম আছে
আভি লে ---
বছর ফুরাইতে ফেল দিলো গ
মুর দুখ নাহি লাগে !

তু জুয়ান বিটির গতরে হাত উঠাইলি !
কিনে রে ?
মুর সাথে মর্দাঙ্গি দিখাইয়ে
হাতের সুখ নাহি মিটলো বটেক !

পনরো সাল বিতলো বিটিয়া জনম দিলুম
বইলেছিলিস , মুই দুর্গা আছি ,
বিটি হামার রূপে লছমি , গুনে সরসতী হইবেক গ ---
আভি লে তু বাপের সুহাগ ভুইলে অসুর বইনে গেলি !

জুয়ান বিটি আছে
উহার ভি দিল আছে , গতর আছে
উহার দিলে ভি পিয়ার আছে , গতরে মাতন আছে
উহার ভি সপন আছে
কিবল দিমাক থুরাটা কমজুর আছে গ
তু কভি আটটা কিলাস পাস নাহি দিলিস
আভি লে কিনে হাত উঠাইলি ?
মুর দুখ নাহি লাগে !

ছকাল সানঝে ঘাম ঝরাইয়ে
সুখা মাটি চইসে , টিল্লা কেইটে ,
ভাট্টার আগুনে পুইড়ে আভি লে বেহুঁশ বনলি
মু'কে সুনাইছিলিস ----

বাবুর বাড়ির কামে বেজান আরাম মিলে
এসি আছে , টিভি আছে ,
মদে মাংসে জুগান আছে ,
নরম গদ্দির বিস্তর ভি আছে !

পুড়া কপাল হামার
কি বুইলে তুকে সমঝাই
মাইয়া মাইনষের দিল পাত্থর আছে রে ---- পাত্থর !
পাত্থরের এসি নাহি লাগে , টিভি নাহি লাগে ,
মদ মাংস গদ্দি তাকিয়া ---- কুছু ভি নাহি লাগে
থুরাটা দরদ লাগে রে ---- দরদ !

তু হাঁড়িয়া গিলে ছকল বিসর থাকিস
মুই ত নাহি গিলি রে ---- জানিস ন !
মু'কে ত ছকল ভুললে হবেক লাই
তিনঠো পেট ভুখা আছে
জুয়ান মিয়ার চুক্ষে পানি ছলকাইছে
তুহার গতরে অসুখ বান্ধিছে
মুই কত্ত বিসর থাকি বল কিনে !

সচমুচ মুই দুর্গা আছি বটেক
কিবল দশটা হাত নাহি মিললো গ
তু বেহুঁশ আছিস
মুর হুঁশ আছে বটেক
কিবল দিল খুস নাহি আছে গ
লেকিন আভি ভি তুহার জন্যি বেজান পিরিত আছে
কিবল সুরত বদলে যেছে গ ---- সুরত !
মুই আভি ভি দুর্গা আছি গ
মুই আভি ভি দুর্গা আছি বটেক ।।

             --------------//------------

কোন মন্তব্য নেই: