“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১২ জুলাই, ২০১৭

তবুও সুখী

               
   ।। রফিক উদ্দিন লস্কর ।।

প্রবল খরা, তবুও যায়নি মারা,
জন্ম দেয়; বক্ষ করে ফালাফালা।
দুটি পাতা আর ফুটফুটে চারা,
আঁকড়ে ধরে এক বিশাল ডালা।
গগনের টানে মেলে দুই ডানা,
হাজার মাইল তবুও স্বপ্ন বুনে।
অবাধ বিচরণ নেই কোন মানা,
তবুও আসীন, রূপে আর গুনে।
এক জাত ভাইয়ের শ্মশানে বসত,
সময়ে পাড়ি জমায় মহাকাশে।
উনুনে পড়িয়া সে খুঁজে তার পথ,
আসা যাওয়া বছর কিংবা মাসে।
ক্লান্ত পথিক, নিজেকে জিরিয়ে নেয়,
বহুদিন পরে সে পাইয়া সাক্ষাৎ।
দিকে দিকে ফুল ছড়িয়ে দেয়,
সবকিছু সে করে বাজিমাৎ।
--------------------------------
১২/০৭/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: