“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

ধন্য জীবন

                   
        ।।    রফিক উদ্দিন লস্কর    ।।
... ... ...

 
(C)Image:ছবি












প্রসূন! সে করেনি কারো কোন অপকার;
তবে কেনো চলে এতো জুলুম অত্যাচার?
সঁপে দেয় জীবন যৌবন সে পরের কল্যাণে,
তারপর ও এতো দুঃখ দুর্দশা! বুঝিনা মানে।
আছে রূপের বাহার! তাই দেখা দেয় সবারে,
প্রিয় টেনে নেয় বক্ষ মাঝে,সব ইচ্ছের বাইরে।
খাঁচায় বন্দি সে! করিছে প্রেমিক প্রেমিকা তার,
বন্দিদশায় কাটে জীবন,তবুও মন হয়নি ভার।
নির্দোষ! তবুও শরীর থেকে চুষে তারই রক্ত,
ডানা মেলে উড়ে আসে, বন্ধু অতি প্রিয় ভক্ত।
শিকারির দল দলবেঁধে এসে চালায় অভিযান,
কেড়ে নেয় জীবন,তবু নেই কোন অভিমান।
দেহের সুবাস চৌদিকে ছুটে আসে নানা কথা,
জীবন ধন্য তার, দেবতার পায় নোয়ায় মাথা।
... ... ...
১৩/০৭/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: