“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৩ জুলাই, ২০১৭

অসমের যাত্রী

                 
       ।।   রফিক উদ্দিন লস্কর    ।। 

(C)Image:ছবি


















ত্র শাখাহীন বৃক্ষ মাঝে গজায় কলি
আষাঢ়ের ধারায় নবীন প্রাণ,
শুষ্কভূমে জলের পরশে উঠিছে শিহরণ
বেদনার আকাশে মিলছে ত্রাণ।
দূরের যাত্রী পেটের খিদে বড়ই দুর্বার
গোগ্রাসে হয় তাই সব উদরস্থ,
প্রজাপতি আর ভ্রমর অলি বেঁধেছে দল
বাগানের পথটা খুঁজিতে ব্যস্ত।
মগডালে বসে বাজপাখি ডাকে উচ্চস্বরে
হয়েছে ভারী যে খয়েরী ডানা,
শিকারির চোখে মুখে রয়েছে বিবর্ণ রূপ
সময়ে যে অসময় দিচ্ছে হানা।
কিশোরীর দল কুড়ায়নি ফুল শূন্য বাগান
মালীরাও আসেনি আজকাল,
ফুলে ঝরে কাঠ হয়, বাগানে আসে খরা
সবুজপত্রে মাঝে মাঝে লাল।
-------------------------------------------------------
২৩/০৭/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)


কোন মন্তব্য নেই: