“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

চিতাকাঠে বসে আছি

।। আবু আশফাক্ব চৌধুরী।।
 
(C)Image:ছবি













হাশূন্যে মিলিয়ে যাওয়ার ইচ্ছায়
চিতাকাঠে বসে আছি
সব কষ্টক্লেশ সহ্য করে নিচ্ছে অনায়াসে
জানি সশরীরে কখনওই সম্ভব নয়
কুণ্ডলীর ধোঁয়া হতে পারলে
তবেই মহাকাশ চেনা যায়।
আমি ধোঁয়া ভস্ম কালো মেঘ হতে
প্রস্তুতি পাকিয়ে নিচ্ছি
অথচ আকাশ কুয়াশাচ্ছন্ন দীঘল রেখায়
আপন মনে স্বপ্নবিভোর।
 

কোন মন্তব্য নেই: