“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ জুলাই, ২০১৭

রঙের খেলা

।। শিবানী দে।।


(C) Image:ছবি

















শ্চিমে রঙ-এর খেলা, তরঙ্গে তরঙ্গ,
রঙ খেলতে খেলতে সূর্য অস্তগামী।
বর্ষার আকাশে যেন বসন্ত লেগেছে,
রঙ্গিন আকাশ, রঞ্জিত ভূমি

মিনিটের দৃশ্যে একটু ভাল লাগা,
একটু পরেই নেমে আসবে আঁধার।
একটু পরেই মেঘ ছাইবে আকাশ,
একটু পরেই একান্ত বিষণ্ণতার ।

আকাশ কি আনন্দে রঙ খেলে কী জানি,
মানুষ আজকে রঙ খেলছে ক্রোধে,
সকাল কি সন্ধ্যা  বসন্ত বা বর্ষা
সলতে পাকানো চলে ক্রোধের বারুদে ।

এখন সস্তা রক্ত, সুন্দর আগুন,
ঠুনকো ভাবাবেগ খোঁজে লবণাক্ত স্বাদ,
খেলা শেষে ওড়ে ছাই, পড়ে থাকে লাশ,
অন্ধকার ভেদ করে তীব্র আর্তনাদ ।


কোন মন্তব্য নেই: