“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

ত্রিপুরা


।। চিরশ্রী দেননাথ।।
















নে হয় এই শ্রাবণী কান্না থেমে যাবে 
মাত্র কিছু সময়, ভুলের শেষ, আবার সোনালী ধান 
ওই তো জানকী ত্রিপুরা রেখেছে হাত অসুস্থ ভাইের কপালে
এখন আঠারোমুড়ায়  দুরন্ত রোদ, পাহাড় ফেটে নতুন দিগন্ত
কোথাও রক্ত নেই, শ্লোগানে উৎসবের সুর
কে জেনো বুনেছিল নিষেধের জানালা দরোজা
রাশি রাশি তরুণ  এঁকেছে তাতে অক্ষরের পর অক্ষর
একটিই দেশ, তারই নিরালায় আমাদের আজন্ম
নিঃশ্বাস ভরে ভাতের গন্ধ নেই, মিছিলে মিছিলে কথা বলি  তোমার সঙ্গে
দু মুঠো রাত আগামী জ্যোৎস্নার,
চলো মিঠে মিঠে আঁশটে স্বাদে চাটি
আঙুলে জড়ানো আমাদের যৌথ ক্ষুধা আর স্বপ্ন 

কোন মন্তব্য নেই: