“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২ আগস্ট, ২০১৭

খেলা -- ১...২


     ।। দেবশ্রিতা চৌধুরী।।
(C)Image:ছবি

   





















         (১)

  ন্ড খন্ড টুকরোগুলো
    জুড়ে জুড়ে অবিকল
    চিত্র  ক‍্যানভাসে
    আবার টুকরো টুকরো
    ছড়িয়ে ছত্রাখান
    ফের জুড়তে বসা
    এ কেমন খেলা!!!!!
()
    জীবন বল যাপন বল
    ফুলের বাগান নয়তো মোটে
    বসন্তের দিন গুলো ছিল
    ফুলে প্রজাপতিতে
    মধুপের গুনগুন সুরে
    তোমাতে আমাতে ভরপুর
    এখন বসন্ত শীতের রুক্ষতা
    গ্ৰীষ্মের প্রখরতা হয়তো.........

কোন মন্তব্য নেই: