“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

এই শহরে এখন বর্ষা


।। অভীক কুমার দে ।। 


(C)Image:ছবি

.




















হর ! নোংরা ভাসছে...
নর্দমার অবজ্ঞা সব প্রতিবাদে রাস্তায়,
হাঁটুর কাছাকাছি বহুদিনের বিষাক্ত তাচ্ছিল্য
বিষরেখা টেনে টেনে উপরেই উঠছে,
শুধু জল, শুধু জল নিংড়ে নোংরায়...
কেউ যেন গোটা শহর কিনেছে সস্তায় !
পরিবেশের পরিভাষা বুঝতে চায়নি এ' শহর,
অথচ বর্ষা- পতাকা উড়ছে,
উড়িয়ে উড়িয়েই কারো চেনা হয় পথঘাট...
অতঃপর রাজ্যজুড়ে খুশির ধুলোদৌড় থেমে যায়,
চেনা রাস্তায় অচেনা টোপের বহর;
এ' শহর ভিজে গেছে বর্ষায়...
.
শহর ! ছাউনি টানছে...
টানতে টানতেই এবড়োখেবড়ো রাস্তা
উড়ালপুলের নিচেই শক্তিশালী থুতনি থেঁতলায়,
কোমরের খুব কাছে নর্দমার ঢেউ,
ভেজা শিহরণ জোঁকের মতোই উঠছে; 

বুক- মুখ ছুঁতে এ' শহর নাকি সস্তায়...
এ'সময় অবতল চলাচল মানেই সর্বনাশ,
মগ্নজলে ঘ্যাঙানো মিছিল ছুটছে,
তরলের ঘোলামোলা রঙ খোলা খামে
ভাসতে ভাসতে হাঁটু ছোঁয় যদি কারো 

লিখে দিও কিছু কথা যা মনের বিশ্বাস;
জানোই তো, ' শহর ভিজে গেছে বর্ষায়...

কোন মন্তব্য নেই: