“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

রাত্রি সুর ভুলে যাক

।। রাত্রি সুর ভুলে যাক ।।
(C)Image:ছবি















।। অভীক কুমার দে ।।
.
আঁধারে দাঁড়িয়ে কবিতার স্বরূপ খোঁজে কবি।
.
দমবন্ধ রাত আর ভেতর কালোয় কবিতাজীবন থেমে গেলে
ধুলোজমা পাতায় অগণিত কবির লাশ,
যেখানে দিনরাত সময়ের বাদুড়বাজি।
.
বন্ধ ঘরে অজস্র গোপনীয়তা জানি, তবু
গ্রীষ্মঘুমের মতোই জমে ওঠে যুক্তি- তর্ক, ছন্দ, আবেগ,
মেরু- মেরু বিরোধ তখন বাইরে ভেতরে...
.
কোন এক ভোরের আলোয় ভরে উঠুক গ্রন্থাগার,
তারপর আর বন্ধ দরজা নয়
বরং ঝরঝরে বর্ণের উষ্ণ শরীর রাত্রি সুর ভুলে যাক...

কোন মন্তব্য নেই: