“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

কোরা ছাড়পত্র

কোরা ছাড়পত্র


যে শিশু ভূমিষ্ঠ হবে আজ রাত্তিরে ,
তার আগাম বার্তায় জেনেছি
যুগে যুগে যুগান্তরের জন্মকথা      

এখানে কচিঘাস
এসিড বর্ষণে পুড়ে বারোমাস  
সত্তরের প্রৌঢ়ত্বে ডিজিটাল স্কিন কেয়ার টোন ,
সর্বনাশা পাতাঝরা বুড়ো শীত
মিথ্যে সবুজের মুকুট স্বহস্তে মাথায় তুলে ---
জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের দাবীদার  

মিথ্যে আরোপিত অহংকার !!
হাওয়া শূন্যস্থানে মানব আর অতিমানব -----
সমান ওজনদার    

ঘোরতর কৃষ্ণপক্ষ রাত
কৃত্রিম আলোর বন্যায় দেশপ্রেম ভাসে
নিশানাবিহীন নিশান উড়িয়ে
নিষ্প্রাণ ---- একশত ছাব্বিশ মুষ্ঠিবদ্ধ হাত ...

আরও এক দৈবশিশু ভূমিষ্ঠ হবে আজ মাঝরাতে    ভূমিস্থ হবে তেষট্টি শিশুর লাশ  
মেঘলা সূর্যোদয়ের পথে আরও এক পনেরো অগাস্ট ...

               -----------------//-----------------


কোন মন্তব্য নেই: