“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

আপনাকে কবি

।। চিরশ্রী দেবনাথ।।
(C)Image:ছবি







বি অনিল সরকার...
মাত্র কিছুদিন হলো আপনি নেই  
অথবা প্রবলভাবে আছেন 
পূর্ণশ্রী ত্রিপুরার সঙ্গে দেখা হয় আমার 
ছায়াময় দেহ এখন তার
শিকড় নেমেছে কপোল বেয়ে
হাতের চুড়িতে গভীর বন আরো গাঢ়তম
গল্পে গল্পে তার ঠোঁট থেকে ঝরে পরে তামাক গন্ধ
শ্লোগানের সুর চুপ করে শোনে ফিসফাস, হিসহিস 
কিছু কিছু দলিত পশুর দল নদীচরে জ্যোৎস্না পোহায় 
অমাবস্যা  আসার প্রাকসন্ধ্যায়
হাতের মুঠোতে একফোঁটা
গণতন্ত্র নিয়ে হাঁটতে থাকে, হাঁটতেই থাকে...
শব্দহীন ছড়াকারের চোখের মতো
দূরে দূরে জ্বলে উঠে কুঁড়েঘর
ছেয়ে যায় শুকনো মাছের গন্ধ
এইসব রাতেরা আপনার বুকে
ছড়িয়ে দিয়েছিলো এক শীতল পাটি, আগ্নেয় ঘুম
এখনো কি সেই পাহাড়ি বিকেল নেমে আসে, 
নাস্তিকের মতো...আপনার কণ্ঠে?
কই?  কোথায়? সেই গমগমে ধারাপাত?
তীব্র অশরীরী হয়ে এই ভারতে তুলে দিন না একটা দলিত ঝড়!!
তারপর শুধু গ্রাস গ্রাস ভাত আর নরম স্বাধীনতা ...

কোন মন্তব্য নেই: