“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

কোথাও শব্দ নিঃশব্দ

(C)Image:ছবি














অভীক কুমার দে
এক
------
রল বুকে তরল প্রেম জমেছে যখন
সাগরও নয় আকাশও নয়,
শুধুই পাহাড়ি সুখ নাকি জমাট বরফে !
.
সুখের আবরণের ভেতরও থাকে গোপন উত্তাপ,
ঝরে যাবার আপ্রাণ চেষ্টা;
তাই আবার কোন নদীপাড় খোঁজে ঝর্ণা
সেজেগুজেই পালিয়ে বাঁচে বাহারি ধারায়।

দুই
------
পাহাড়ি শরীর বেয়ে পাথুরে রাস্তায়
ধাপ থেকে ধাপে পাহারায় মায়াবী কুয়াশা,
অথচ থেমে গেছে কোথাও শব্দ
নিঃশব্দ সবুজঢলের...
.
তারপর একটানা বিচ্ছেদ ব্যথা,
আরও আরও উপরে যেখানে মগ্ন আকাশ
হ্রদের বুকে রোজ দেখে তরল বিলাপ
জমে জমেই কঠিন আর সাদা,
সেখানে সুখ মানেই স্ব- নাশ।

কোন মন্তব্য নেই: