“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

মুই ইকটা দেশ চাইছি

























।। মধুমিতা নাথ।।


(রূপনগর সংবাদ ---৫৭)
---------------------------------

ঐ বাপ ----
আর কতদূর চলতি হবেক ?
আর কতদিন চলতি হবেক ?

ভুখার পেটে চুহা দৌড় করছে গ


পায়ের তলে কাঁটা বিন্ধেছে , খুন গড়াইছে
জলজংলা পার হইতে খুনের গন্ধে জোঁক ধইরেছে   কাঁটাতার আমার গতরের জামা ছিঁড়েছে
মাথার ভারী বোঝা লামাই দে বাপ ----
মুর ঘাড়খানা টনটন করিছে

ঐ বাপ -----
আর কতদূর গেলে দেশ মিলবে গ ?
মু'কে তুই ধরম কথা সুনাইছিলিস বটেক
ভালা রে! !
তুর ধরম কত্ত কত্ত ভালা কথা জানে রে !
"ছকলেই ইকটা ঈশ্বরের বেটা বিটি আছে "

ই তুর কেমন ঈশ্বর আছে রে !
ইত্ত বেটাবিটি জনম দিলো ,
কিবল ইকটা বড় দেশ লাই বানাতে পারলো গ
ছকল বিটাবিটির জইন্য ইকটা
কিবল ইকটা দেশ ....

ইত্ত ইত্ত দেশ কে বনাইলো বটেক !
ঐ বাপ ----
তু মুকে জনম দিলাইছিস
মুই কিনে ঈশ্বরকে বাপ বুলবক ?
তু মুর বাপ আছিস ,
রোটি দিলাইছিস , কপড়া ভী দিলাইছিস
দেশ কিনে দিবিক লাই !
মুকে ইকটা দেশ দিলাই দে  

মুই বুক ভইরে শ্বাস লিবো
মুই আর লাই পলাইবো  
মুই পেট পুইরে ডাল রোটি খাবো
চোখ ভইরে সপন দিখবো
কিবল ইকটা দেশ দিলাই দে ---

ইকটা দেশ ----
কুনু কাঁটাতার লাই থাকবেক
বাতাসে বারুদ গন্ধ লাই থাকবেক
গলা চিপে কেউ লাই মারবেক
বুকের উপর লাই লাচবেক
মুর ইজ্জতে কুনু হারামী হাত লাই দিবেক
ঘরে-দুয়ারে বস্তিতে আগুন লাই দিবেক
"তুহার দেশ ইটা লয়" ---- বলি লাই চেঁচাইবেক
ধরমের গেলাস ভইরে খুন লাই গিলবেক  

দিলাই দে বাপ ---
ইকটা বাঁচার মতো দেশ দিলাই দে ...

                   --------------//--------------



কোন মন্তব্য নেই: