“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মহাসপ্তমী

।। সুমন পাটারী ।।

(C)Image:ছবি













জকে মহাসপ্তমী,
এমন বিরল সপ্তমী বছরে একবার আসে,
এই দিনে আমরা গা থেকে কচুপাতার জলের মতো
ঝেড়ে ফেলি সব দুঃখ।
এমন দিনে ডাস্টবিনের সামনে মরা কুকুর থাকে না
এমন দিনে নেতারা মাঠে মাঠে মুখস্ত ভাষণ দিয়ে কান পচায় না
বাবার বেকার সন্তান শিশির ভেজা ঘাসের মতো
তাজা হয় ওঠে
প্রেমিকা চায়, প্রেমিকা ঝকঝকে প্রেমিক চায়।
যে মেয়েটির চোখের নিচে কালো দাগ
যে মেয়েটি আমার মতো দুঃখী
যার কাছে কবিতা প্রিয়, সেও বুকে জড়ায় রেশমী রুমাল,
এমন দিনে সবাই খুশি থাকে
ভিক্ষা মিলে অসংখ্য আনন্দখোর মানুষের।

কোন মন্তব্য নেই: