“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

আধুনিক লতিফা

  















❤প্রথম প্রেম যে হৃদয়ের চির fog-light !
শত ঝঞ্ঝা ,শত দূরত্বেও  কখনো হয়না off-light !❤

    

।। সিক্তা বিশ্বাস।। 


~~~~~প্রথম￰ প্রেম~~~~~
নাস্বাদিত  হৃদয়ে হঠাৎ প্রেমাঙ্কুরের স্পন্দন !
এ যে নবাগত আহ্লাদিত  নবাঙ্কুর পরম ধন l
এ যে বাহারি চিনার পাতা , ঐশ্বর্য  অরূপ রতন !
গোপনে কেবল যত্ন ! কেবলই তাঁর রসাস্বাদন ।
রূপে-রসে  মাদকতায় তাঁর ভিন্ন ঋতুতে  ভিন্ন রূপ !
অভিনব অভিষাচিত আশনাই অক্ষয় অপরূপ ll
     ##ঝোড়োমেঘ##
       
    দিনাঙ্ক :  ১৬ - ৯ - ১৭ ইং ।
         শিলং -- ৪ ।

কোন মন্তব্য নেই: