“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

দেশাত্মভিমান



















     
।। ধ্রুবজ্যোতি মজুমদার ।।

কীসের এতো দাপাদাপি, অহংকার
অধিকার; নাকি ছাই!
স্বদেশী-বিদেশী জাত্যাভিমান
তুচ্ছ বিদ্রোহের বড়াই।

তোমার আছে প্রমাণ-পত্র
আমার কৌশলে করায়ত্ত হিমঘর,
রোদে পোড়া-ই কাজ তোমার,
আমি নক্সা বানাই।

আমার এক আঁচড়ে বিখণ্ডিত হয় মানচিত্র
চুপসে যাওয়া বেলুন যত দস্তাবেজ,  
ইশারায় ভাঙে গড়ে ঘর,বাড়ি,দেশ;
শূন্যোদ্যান কে কার বন্ধু, কে কার ভাই?!



কোন মন্তব্য নেই: