“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

পৃথিবীকে ভুল পথে হাঁটাও

।। অভিজিৎ দাস।। 
(C)IMage:ছবি








বার সময় শ্বসনের এসেছে
রাতকে আঁকড়ে ধরে আটকাও
একটা রাতকে তিনদিন ধরে টানো
কুপি সকল নিভিয়ে দাও
ভেঙে ফেলো কাঁচের সব আলো-বল
এবার সময় দহনের এসেছে
পৃথিবীকে ভুল পথে হাঁটাও
চর্বিসার মড়া খাইয়ে ফুলিয়ে দাও
যেমন করেই হোক
রাতকে আটকে রাখো ।
সব ডাকাতি দিনেই হয়
রাতগুলো খুব নিরাপদ ।

কোন মন্তব্য নেই: