“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

প্রক্ষেপণ
















।। অর্পিতা আচার্য ।।

প্র তিটি সৃষ্টি এক প্রক্ষেপণ -
প্রতিটি গল্পের গায়ে হাত বুলায় 
আহত শৈশব তার দৃঢ় গাঁথুনির 
পরতে পরতে, লুকিয়ে রয়েছে কোন 
বিস্মৃত সংলাপ যে কবিতা ভেসে 
যাচ্ছে অদম্য উচ্ছ্বাসে - প্রত্যেকটি 
বিন্দুতে তার অতীতের অশ্রু হাসি মেশা,
আশৈশব লালনের প্রোথিত সংস্কার 
ছায়া ও ছবির মত শব্দ ছুঁয়ে কাঁদে -
ক্যানভাসের অস্তরাগে তুলির চুম্বন,
স্বপ্ন আর সত্যির আঁকিবুঁকি দাগ
প্রতিটি পোঁচের গায়ে নিদ্রিত অহম্ 
রেখে যাচ্ছে চিরন্তন অচেনা বিন্যাস



কোন মন্তব্য নেই: