“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

তেলা তেলী

।। অভীক কুমার দে ।। 


(C)Image:ছবি





















.
গে জানা ছিল,
এখন পরীক্ষামূলক...
জলের নিচে পৃথিবীর রঙ যেমন অন্য
গোপনে অনন্য হবার নেশায় হরবোলা
.
জন্মদিন থেকে ভিজে ভিজেই তেলী
শরীর। ডুবুরির জালে ধরা পড়ার নয়
সাতরঙা দলবাজির তেলা চরিত্র।
তেলা তেলী যদিও ধরা দেয়--
কিন্তু বিশেষ অথবা জটিলতায়
.
চাপড়ানো কঠিন
বুঝি, সব বুঝি--
ভীষ্মের মতোই তরল বন্ধন এবং
জলপ্রাণ দানের...

কোন মন্তব্য নেই: