“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(দুদিনের বর্ষণে ফের যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য জেলা ডিমা হাসাও এবং বরাক )


(C)Image:ছবি

   












ডিমা হাসাওর এ কী হালটা ! এ কী ভয়াল রূপ !
কেউ দেখি আর কথা কয় না সবাই থাকে চূপ !!
বৃষ্টি হলো রাস্তা জুড়ে পড়লো ধসে মাটি !
পাহাড় জেলা ডিমা হাসাও নরক হলো খাঁটি !!

কাপুড়চড়ায় বন্ধ রাস্তা দুদিক ভরা যানে !
দুদিকে তার কান্না লোকের ওসির গেছে কানে !!
হারাঙ্গাজাও থানার ওসি বলেন হয়ে হন্যে,
রাস্তাতে হাত যায়নি দেয়া ভারি বৃষ্টির জন্যে !!
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে   “ দৈনিক  ছড়া সংবাদ আসাম” )
৩১/১০/২০১৭

কোন মন্তব্য নেই: