“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

করবো জয়

    ।।  রফিক উদ্দিন লস্কর  ।

(C)Image:ছবি









সে আসুক শত বাধা বিঘ্নতা,ঝড় ঝঞ্ঝা 
বুকে নিয়ে আছি এক প্রত্যয়,
অঝোর বৃষ্টি যদি ভাসায় ধরা তবুও মোরা
নিমিষে সবকিছু করবো জয়।
মরুর বুকে ফোটাব কুসুম দেহের ঘর্ম দিয়ে
গুঞ্জরিয়া যেথায় আসবে অলি,
মন ছুটবে মাতাল হয়ে ফিরবে সুবাস নিয়ে
সাজাবো পাপড়িতে সকল গলি।
যদি থাকে অনাবৃষ্টি অশ্রুতে হবে নবীন সৃষ্টি
করবেনা খা খা তৃষ্ণার্ত জমি,
মোরা ফলাবো ফসল তাতে জোয়ার ভাটায়
আশার হল যেন যায়না দমি।
সত্যের ডানায় উড়াল দিয়ে করবো বিশ্ব জয়
ছড়বে দিকে দিকে নিষ্ঠার সুবাস,
করবো গলাগলি একতার বীণে সুর তুলিয়ে
নন্দিত কাননে করবো বসবাস।
 
------------------------
০৯/১০/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: