“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ১২দিনের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট =
রাষ্ট্রপতি হয়েই জানলাম বিশ্বে কত দেশ আছেঃ ডোনাল্ড ট্রাম্প )














 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
@
বারো দিনের সফরে ট্রাম্প এশিয়াতে এলো !
ভাষণটা তার আজব বড়ো সবাই হাসি পেলো !!
ট্রাম্প বলেছে জানতো না সে বিশ্বে কত দেশ !
রাজনীতি ও ভূগোলে তার জ্ঞান ছিলো না বেশ !!
রা-ষ্ট্র-প-তি  নি-র্বা-চি-ত  হ-য়ে-ছি-লো  যখন,
বিশ্বে কটা দেশ আছে সে জানতে পারে তখন !

এশিয়ায় সে নানা মুলুক ঘুরবে বারো দিনে ।
সবার আগে জাপান ছিলো, এখন আছে চিনে !
ফিলিপিন্স ও ভিয়েতনামে যাবে হাসির রাজা !
কথাতে তার হাসবে মানুষ উঠবে হয়ে তাজা !!
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
১০/১১/২০১৭


কোন মন্তব্য নেই: