“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( মহারাষ্ট্রে নিজের হাতে তৈরি চিতায় আগুন দিয়ে 
আত্মহত্যা করল ৯০ বছরের বৃদ্ধা )

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি











রের মধ্যে নিজের চিতা তৈরি করল খোদ।
আত্মহত্যা করল তাতে পেল না কেউ বোধ।।
নব্বই বছর বয়স হবে মহারাষ্ট্রের লোকটি।
কাণ্ড এমন ঘটল কেনো রাজ্য জুড়েই শোকটি।।

কাম্বলে দাদু নামটি তার যে একলা ঘরে থাকত।
সেই ঘরে রোজ ভোরে তার যে নাতনি এসে ডাকত।।
সেদিন ভোরে জাগেনি সে, অনেক হল গরজা।
পাড়ার মানুষ জমল এসে ভেঙ্গে ফেলল দরজা।।

দরজা ভাংতেই মিলল দেখা চিতায় বুড়ি জ্বলা।
আত্মহত্যার ঘটনাটি থানায় হল বলা।।
হয়তো মনে দুঃখ ছিল পুলিশ বলে এসে।
তদন্ত খুব চলছে সেথা মামলা হল শেষে।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
১৮/১১/২০১৭


কোন মন্তব্য নেই: