“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( মধ্যপ্রদেশের দোলি গ্রামের একটি স্কুলে
 মিড ডে মিলের থালা দিয়ে শৌচাগার সাফাই করালো শিক্ষক,
 এই ঘটনার তদন্তের নির্দেশ দিলো প্রশাসন )
(C)Image:ছবি















 ।। এম রিয়াজুল আজহার লস্কর।।
@
স্বচ্ছ ভারত অভিযানে কেবল আসছে বাধা।
থালা দিয়া শৌচাগারটা সাফাই হলো সাধা। ।
নারকীয়   ঘটনাটি   মধ্যপ্রদেশ   ঘটলো।
তদন্ত সব হচ্ছে শুরু প্রশাসন খুব চটলো।।

শিশু কন্যার হাতে ছিলো মিড ডে মিলের থালা,
শিক্ষক বললো ওটা দিয়েই মলটা সাফাই চালা !
নারকীয় নির্দেশ ওটা যেই না দিলো গুরু,
সঙ্গে সঙ্গেই শিশুকন্য সাফাই করে শুরু !

গাঁয়ের মধ্যে শিশুরা এই খবর এসে জানায়।
অভিভাবক ক্ষুব্ধ বেজায় কেস হয়েছে থানায়।।
দোষী মাস্টার দোষটা উড়ায় বললো হয়ে খুশ,
স্বচ্ছ অভিযান তো এটাই হয়নি কোনো দোষ !

ইস্কুলেতে ভিড় জমেছে খারাপ হলো হাওয়া।
এসপি ডিসি উঠছে জেগে খবর গেছে পাওয়া।।
স্বচ্ছ ভারত অভিযানে মাতছে যখন বীর দেশে,
থালা দিয়া মলটা সাফাই শিক্ষাগুরুর নির্দেশে !
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে “ দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
১২/১১/২০১৭

কোন মন্তব্য নেই: