“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম



( = নমামি বরাক ঃ উৎসব প্রাঙ্গণ জনসমুদ্র =
 ছয় মাসের মধ্যে পাঁচগ্রামের পেপার মিল চালু হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী )
(C)Image:ছবি

  









।। এম রিয়াজুল আজহার লস্কর ।।







@
মামিতে বৃষ্টি হয়নি ভাগ্য ভালো বড়ো।
মন্ত্রীনেতা গায়ক নায়ক সবাই হলো জড়ো।।
লোকারণ্যে বাঁধটি খুশির ভাঙ্গা হলো জানি।
আলোর বন্যায় ঝিকিমিকি বরাক নদীর পানি।।

পাঁচগ্রামেতে সর্বা এলেন হেলিকপ্টার চড়ে।
বরাকটাকে ভাসান তিনি প্রতিশ্রুতির ঝড়ে।।
মুখ্যমন্ত্রী আমজনতার আরজ শোনেন নানান।
পেপার মিলটা হচ্ছে চালু দৃপ্তকন্ঠে জানান।।

পেপার মিলের কর্মচারী আছেন বড়ো ফাঁদে।
দশটা বছর হয়নি বেতন বাচ্চা বিবি কাঁদে।।
ধর্না মিছিল শত দিলো দুঃখ বুকে জমা।
সবার কাছে মুখ্যমন্ত্রী চেয়েই নিলেন ক্ষমা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
১৯/১১/২০১৭


কোন মন্তব্য নেই: