“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

হড়কা

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি




















.
ছর মানেই তো মাস যায় বারো,
বারো আবারও হয়ে কতো পাঁচ যায়
হায় ! বারোটা বেজেছে কারো...
হড়হড়ে মাটিতে নড়বড়ে পা
টেকেনি, টেকে না তার- ও
অবুঝ মানুষ ! উল্টো হাতে খায় !
হায় ! হড়কা আছে আরও,
গড়ানে যদি না গায়ে কড়কড়ে ঘা।

কোন মন্তব্য নেই: