“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

=দৈনিক ছড়া সংবাদ আসাম=

( নোটবন্দির বর্ষপূর্তিতে শাসকগোষ্ঠী ও 
বিরোধীদের পরস্পর বিরোধী মিছিল
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তুমুল সংঘর্ষ )











।। এম রিয়াজুল আজহার লস্কর।।

@
দেশে এখন কান্না জাগে, এবং জাগে হর্ষ !
ঐতিহাসিক নোটবাতিলের পূর্ণ হলো বর্ষ !!
বিরোধী ও শাসক গোষ্ঠীর মিছিল সারা দেশে !
পশ্চিমবঙ্গের রাস্তার  মধ্যে লড়াই বাঁধে শেষে !!
বিজেপির সেই মিছিল নাকি অশ্লীল করে ভাষা !
মমতারে গাল দেয় নাকি গদির করে আশা !!
তৃণমূল কং সয়নি রে তা উঠলো হয়ে গরম !
রাস্তার  মধ্যে পরস্পরের লড়াই বাঁধে চরম !!
লড়াইয়ের মূল কারণ এটাই খবর গেছে পাওয়া !
ক্ষয়ক্ষতি খুব হয়নি তবে গরম হলো হাওয়া !!
বিজেপির এক অফিস ভাঙল তৃণমূলের হামলা !
পুলিশে খুব দিচ্ছে টহল থানায় হলো মামলা !!
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে ' দৈনিক ছড়া সংবাদ আসাম'  )
০৯/১১/২০১৭



কোন মন্তব্য নেই: